আলী আজীম, মোংলা (বাগেরহাট)
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী মিজান মোল্লার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্টগার্ড এর টহল গাড়ী দেখে কয়েকজন ব্যক্তিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঐ এলাকায় তল্লাশী করে জঙ্গলের ভিতর লুকিয়ে রাখা একটি বস্তা হতে ০৭ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।