সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের স্বেচ্ছাসেবক দের নিয়ে একটা টিম গঠন করা হয়েছে যার নাম দেয়া হয়েছে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা। এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই গ্রুপটি এগিয়ে যাচ্ছে।
গত সাত আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে সাতক্ষীরার খুলনা রোড মোড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল পরিচালনা দিয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট)সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সহ তার পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছে এই গ্রুপের কর্মীরা। এখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের ক্রিয়েটর উম্মে ফোয়ারা এর নির্দেশে এই কাজে প্রতিনিধিত্ব দিয়েছেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান কল্লোল ,এমএইচ মুহিম, মির্জা রাফিয়া রাহাত ,তৌফিক শিমু এছাড়া আরো অনেকেই।আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে।আমাদের পরবর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে সাতক্ষীরা শহরের সকল রাস্তার বিট গুলা রং করা এবং প্রাণশায়ারের খালের পাশ দিয়ে গাছ লাগানো।
এছাড়াও সকল সামাজিক এবং উন্নয়নমূলক কাজ করে সাতক্ষীরা কমিউনিটি এগিয়ে যাবে।