মল্লিক মো. জামান, রামপাল(বাগেরহাট)ঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার খুলনায় সফর উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা যুবলীগের আয়োজনে ঝনঝনিয়া বাজার অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মো. নুরনবী, শেখ আরাফাত, মো. রুবেল, শেখ জাকারিয়া, শেখ সাহেদ, মো. বাকী বিল্লাহ, মো. রকিব শেখ, জসিম কাজী, মো. মিন্টু, পাপন, মো. হানিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী (১৩ ই নভেম্বর) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। সে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত জনসভায় বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।