উত্তম চক্রবর্তী,মণিরামপুর (যশোর)
যেখানে টাকার অভাবে অসহায় দরিদ্র রোগী চিকিৎসা নিতে পারছেন না, দুস্থ্য শিক্ষার্থী তার পড়াশুনার খরচ যোগাতে পারছেন না, এমন খবর পেলেই ছুটে গিয়ে তাদের সহযোগিতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
তারই অংশ হিসেবে যশোরের মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের কওছার মোড়লের ছেলে কবির হোসেনের দুটো কিডনি নষ্ট হয়ে অর্থের অভাবে ঠিকমত চিকিৎসা নিতে পারছে না।
বিষয়টি এস এম ইয়াকুব আলীকে জানালে শুক্রবার (১৫ সেপ্টেম্বার) মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজ বিশ্বাসের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন বলেন, মানবসেবায় এস এম ইয়াকুব আলীর মূল উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই সামর্থ অনুযায়ী এলাকার গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এস এম ইয়াকুব আলী পক্ষে সহায়তা প্রদান করে আসছি। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।