মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন ইসমানিরচর ও নাজিরচর ঈদগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি ও পুখুর চুরির অভিযোগ পাওয়া গেছে ।
অনুসন্ধানে জানা গেছে মেসার্স নাজমা রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান নামে ১০ লক্ষ টাকা ইসমানিচর ও নাজির চর ঈদগাঁও উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হয় । ঈদগা সংলগ্ন একাধিক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান ঈদগা উন্নয়ন প্রকল্পের ঢালাই কাজের পূর্বসময়ে রড বিছিয়ে উপজেলা অফিসার কে ভিডিওর মাধ্যমে দেখানো হয় । ভিডিও দেখানো পর ঢালাই কাজে বিছানো রড শতভাগ উঠিয়ে তা গাড়িযোগে নিয়ে যাওয়া হয় । ঈদগাঁও উন্নয়ন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ,অর্থ সম্পাদক ডাক্তার ছোবহান জানান উন্নয়ন প্রকল্পের কাজ সম্পর্কে ভালো-মন্দ কিছুই জানা নেই । শুনেছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ করেছে । ১০ লক্ষ টাকার বাজেট অনুযায়ী কিছুই কাজ হয় নাই ।
ঈদগা উন্নয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তানেছ উদ্দিন জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান কে ঈদগাঁও উন্নয়ন সম্পর্কে অবগত করি । উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ইসমানিচর নাজির চর ঈদগাঁও উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন । বিষয়টি মুক্তিযোদ্ধা সেকান্দর আলী অবগত আছেন । উন্নয়ন কাজ খুবই নিম্নমানের হয়েছে ।বরাদ্দ বাজেটের ৪ ভাগের একভাগ টাকা ব্যয় হয়েছে কি তাতেও সন্দেহ আছে । ঠিকাদারের কাছে প্রভাব বিস্তার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজে কাজটি করেছে । তিনি আরও জানান প্রকল্পে রড দিয়ে কাজ করার বাজেট দেয়া হয়েছে। ঢালাই দেয়ার আগে রড বিছানো ভিডিও উপজেলা প্রকৌশলীকে দেখিয়েছেন । ভিডিও দেখানোর পর প্রকল্পের সকল রড তুলে নিয়ে ঢালাই দেয়া হয়েছে এমন কথা আমরা শুনেছি । কাজের মান নির্ণয়ে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলী গিয়েছিলেন ,কাজের মান ভালো হয় নাই তা প্রমাণ হয়েছে । উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদ জানান উপজেলা পরিষদ তহবিল বাজেট থেকে ইসমানিচর ও নাজির চর ঈদগাঁও উন্নয়ন প্রকল্প দেয়া হয়েছে । প্রকল্প বাস্তবায়নে ত্রুটি হয়েছে তা আমরা অবগত আছি । এই বিষয়ে কোনো সংবাদ দেয়ার প্রয়োজন নাই । ইউপি চেয়ারম্যান কাজটি করেছেন। অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিঠু মোবাইল ফোনে ইসমানিচর ও নাজির চর ঈদগা উন্নয়ন প্রকল্পের বাজেট ও কাজের মান নিয়ে প্রশ্নর জবাবে, তিনি জানান এই বিষয়ে সামনাসামনি সাক্ষাতে কথা বলবেন, বলে মোবাইল সংযোগ কেটে দিয়েছেন।