গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়াস্থ এপিআই শিল্পপার্কে বিদ্যুৎ লাইন এর সেপটির অজুহাত এক শ্রেনীর অসাধু কর্মচারীর যোগসাজশে নির্বিচারে নির্ধন করা হচ্ছে বনজ গাছ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,বিদ্যুৎ এর সঞ্চালন লাইন এর নিরাপত্তার জন্য একাধিক গাছ কর্তন করা হয়েছে,এর বাহিরেও অসংখ্য গাছ নিধনের চিত্র।জানা যায়,এপিআই শিল্পপার্কে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ গত ভারসাম্য রক্ষায় প্রকল্প এলাকায় কয়েক হাজার বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপণ করা হয়েছিল,গাছগুলো এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে।অধিকাংশ গাছের মূল্য প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রয় যোগ্য হয়েছে,যা বিদ্যুৎ লাইন এর নিরাপত্তার অজুহাতে একশ্রেণীর কর্মচারী এই গাছ গুলো রাতের আধারে কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
এ বিষয়ে বাউশিয়া গ্রামের বাসিন্দা ও ইউঃপি আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোস্তফা সারওয়ার বিপ্লব বলেন,বাইরের লোকজন এ কাজ করতে আসিনি। স্থানীয় দুর্বৃত্তরা এ নিষ্ঠুর কাজ করেছে, দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোড় দাবি জানাই।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর গজারিয়া জোনাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল বলেন,বিদ্যুৎ এর লাইন সেপটির জন্য আমরা কয়েকটি গাছ ও কয়েকটি গাছের ডাল কেটেছি।
স্থানীয় বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান বলেন,অত্যন্ত দুঃখজনক ঘটনা, এপিআই শিল্পপার্কে গাছ কাটার খবরটি আমি শুনেছি। যারা এই কাজের সাথে জড়িত তাদের খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে বাউশিয়া এপিআই শিল্পপার্কের প্রজেক্ট ডিরেক্টর মোঃশহিদুল ইসলাম জানান,আমার জানা মতে বিদ্যুৎ লাইনের জন্য গাছ কাটা হয়েছে এর বাহিরে যদি অতিরিক্ত গাছ কাটা হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজিয়াউল ইসলাম চৌধুরী বলেন,গাছের সাথে এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরিবেশ বিরোধী গাছ নিধনের ফলে পুলিশ বাহিনী,বন বিভাগ ও প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মানুষ।