মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন বৈদতারগাঁও গ্রামে কোর্টের আদেশে বসতভিটা দখল বুঝিয়ে দেয়ার পরপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে।
হামলায় বসতভিটা বুঝিয়ে দেয়া বাদী পক্ষের সীমানা প্রাচীর ভাঙচুর সহ কিছু মালামাল লুট করার অভিযোগের ঘটনাও ঘটেছে ।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরহাদ হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অভিযোগ দায়ের করা হয়েছে । সরজমিনে দেখা যায় গতকাল
রবিবার দুপুরে কোর্টের আদেশ অনুযায়ী নালিশ জাগায় উঠানো ঘর দরজা ভেঙ্গে দিয়ে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। কোর্টের আদেশে দখল বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ, আদালতের লোকবল।
বাদী ফরহাদ হোসেন জানান দখল বুঝিয়ে দেয়ার কিছু সময় পর ,প্রতিপক্ষ চক্র দলবল নিয়ে তাদের দখলীয় সীমানা প্রাচীর ভেঙ্গে ঘরবাড়ির উপর হামলা করেছে । হামলাকারীদের নাম উল্লেখ করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অপরদিকে কোর্টের আদেশ অনুযায়ী বসতঘর ভেঙ্গে দেওয়া ক্ষতিগ্রস্ত পরিবার থেকে অভিযোগ উঠেছে । নোটিশবিহীন কোর্টের আদেশ নামে আমাদের বসবাস করা বসতঘর ও আসবাবপত্র ভেঙ্গে প্রতিষাধন করেছে । মামলার বাদীপক্ষ ফরহাদ গং । বসত ঘর ভেঙ্গে দেয়ার পর পরিবারটি অসহায় লোকজন খোলা আকাশের নিচে নবজাতক সন্তান সহ মানবতার জীবন যাপনে শিকার হয়েছে । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি জানান কোর্টের আদেশ কে কেন্দ্র করে বসত ঘর ভেঙে দেওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।