মোঃ লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ‘২২ আয়োজন করা হয়। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ স্লোগান’কে সামনে রেখে আজ রবিবার ২০ নভেম্বর গজারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রায় ত্রিশটি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। মেলায় প্রথম স্থান অজর্ন করে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক। জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন নিত্যনৈমিত্তিক প্রকল্পগুলো অত্যান্ত চমৎকার ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি ফলে সাফল্য পেয়ে প্রথম স্থান অর্জন করেছি।
ডিজিটাল উদ্ভাবনী সভায় গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা সহকারি কমিশনার ভূমি জি.এম রাশেদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আসাদুল্লাহ্, গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি আরেফিন মোল্লা, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ।
গজারিয়া উপজেলা প্রসাশনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী সভায় সভাপত্বিত করেন গজারিয়া উপজেলা নিবার্হী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।