মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় মহসড়কে ডাকাতি প্রস্তুতি কালিন সময়ে ডাকত চক্রের ১ সদস্য কে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতি কালে ব্যবহৃত ৬ টি রান-দা উদ্বার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন পুরান বাউশিয়া মতলব সিএনজি পাম্প সংলগ্ন এলাকা থেকে ডাকাত চক্রের সদস্য কে আটক করে হাইওয়ে থানা পুলিশ।
আটককৃত মো. রহিম বেপারী (২৭) ঢাকা জেলার দোহা থানার মৌরা গ্রামের হালিম বেপারীর ছেলে। সে বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থনার হাসনাবাদ স্ট্যান্ড জৈনক মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত জানান, গত রাতে মহাসড়কে টহলরত অবস্থায় নাম্বার হীন একটি মহিন্দ্র পিকাপ ভ্যান সন্দেহ বাজন গতিবিধি দেখে পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চট্টগ্রাম মুখি লেনে চালিযে যায়, হাইওয়ে পুলিশ পিকাপ ভ্যানটি দাওয়া করে, চট্টগ্রাম মূখি লেনের মতলব সিএনজি পাম্পের সামনে আসলে পিকাপ ভ্যানটি থামিয়ে চালক সহ ৪ /৫ জন দৌড়ে পালিয়ে যায় সময় মো রহিকে কে আটক করতে সক্ষম হয়। এবং ৬ চিছ চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়।
এবং গত ২২ নভেম্বর পাখিরর মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া পিকাপ ভ্যান টি পুলিশ হেফাজতে নেয়া হয়। আসামিকে জিগ্যেসাবাদে ঐ পিকাপটি তারাই ছিনতাই করেছিলো। গজারিয়া থানায় মামলা রজু পর্বক আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় মহাসড়কের গজারিয়ায় অংশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ডাকাতি ঘটনা ঘটিয়ে থাকে ডাকত চক্র।