মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর গা ঢাকা দিয়েছেন উপজেলার একাদশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সরেজমিনে দেখা যায়,উপজেলার ৮টি ইউনিয়নের ৫ টিতেই চেয়ারম্যান ও মেম্বারগণ উপ স্থিত ছিলেন, এছাড়া তিনটি ইউনিয়ন পরিষদে মেম্বার ও উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যানগণ অসুস্থ জনিত কারণে উপস্থিত ছিলেন না। তবে তাদের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ গুলোতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স প্রদানসহ সেবা কার্যক্রম ব্যাহত হলে বা দীর্ঘদিন দ্বায়িত্ব পালনে অপারগ হলে উপজেলা নির্বাহী অফিসার এর উপর দ্বায়িত্ব অর্পিত হবে মর্মে আদেশ জারি হওয়ার পর চেয়ারম্যানদের সেবা প্রদান কার্যক্রমে গতি ফিরেছে।
এক ইউনিয়ন পরিষদে সেবা নিতে এক জন জানান, গত ৫ আগস্ট সোমবার দুপুরের পর থেকে চেয়ারম্যানদের খুঁজে পাওয়া যায় নাই, লোকজন প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করেও ফিরে গেছে,তবে আজ তাঁরা সেবা পাচ্ছেন বলে জানান।
তবে পরিষদে অনুপস্থিতি বিষয়টি দুই চেয়ারম্যান জানান,অসুস্থ জনিত কারণে অফিসে না গেলেও সেবা কার্যক্রম থেমে নেই।
এবিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বললেন,চেয়ারম্যানগণ সেবা প্রদান করছেন,দু’এক ইউপিতে চেয়ারম্যান অফিসে উপস্থিত না থাকলেও তাদের সেবা কার্যক্রম বন্ধ নেই।এছাড়াও কেউ অভিযোগ দেন না।