রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

গণপূর্ত অধিদপ্তরের তিন কর্মকর্তা অর্ধ যুগ ধরে গাইবান্ধায়

গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা গণপূর্ত বিভাগের দুইজন কর্মকর্তা ও একজন স্টাফ সহ তিন জনের বিরুদ্ধে অর্ধ যুগ ধরে ঘুরেফিরে একই জেলায় কর্মরত থাকার অভিযোগ উঠেছে। একদিকে তাদের প্রভাবের কারণে ঠিকাদাররা যেমন জিম্মি হয়ে পড়েছেন। অন্যদিকে তারা একটা শক্ত সিন্ডিকেট তৈরি করে অনৈতিক কাজেও জড়িয়ে পড়েছেন। অথচ চাকরিবিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা স্টাফ একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকার কথা নয়।

ওই তিনজন হলেন, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান এবং আব্দুল্লাহ আল মামুন ও স্টেনো টাইপিস্ট (পিএ) এম এ মাসুদ মিয়া।

এরমধ্যে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন নামের এই উপ-সহকারি প্রকৌশলী ঘুরে ফিরে একই জেলায় ২০ বছর ধরে কর্মরত আছেন।

গাইবান্ধা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামে। তিনি পৌর শহরের নিজের ক্রয় করা ওয়াপদা পাড়ায় একটি বিলাস বহুল বাড়িতে থাকেন। সে গাইবান্ধা জেলায় ২০০৭ সালে গাইবান্ধা গণপূর্ত বিভাগে যোগদানের পর দীর্ঘ এক যুগের বেশি কর্মরত থেকে ২০২০ সালের শেষ ঢাকা বঙ্গভবন গণপূর্ত ই/এম উপ-বিভাগে বদলি নিয়ে সেখানে মাত্র ৩ মাস ১৬ দিন দায়িত্ব পালন করেন। পরে তদবির করে পূনরায় গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে গাইবান্ধা গণপূর্ত বিভাগে যোগদান করেন। সেই থেকে আজ অবধি তিনি গাইবান্ধা গণপূর্ত অফিসে কর্মরত আছেন।

উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শহরে। তিনিও সেখানে একটি বিলাসবহুল বাড়ি করেছেন। সে ২০১৪ সালের ৪ আগষ্ট গাইবান্ধা গণপূর্ত বিভাগে যোগদান করে আজ অবধি কর্মরত আছেন। এই অফিসে তিনিও ১০ বছর যাবৎ কর্মরত আছেন।

স্টেনো টাইপিস্ট (পিএ) এম এ মাসুদের বাড়ি সদর উপজেলার তুলসীঘাটে। সেখানে সে প্রচুর জায়গাজমি সহ বিশাল বাড়িও করেছেন। তিনিও ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা গণপূর্ত অফিসে যোগদান করে আজ অবধি কর্মরত আছেন। এই অফিসে তিনি প্রায় ৯ বছর যাবৎ কর্মরত আছেন।

গাইবান্ধা গণপূর্ত বিভাগের তুষার নামের এক ঠিকাদার জানান, গণপূর্ত অফিসের এই তিনজন স্টাফ একটি সিন্ডিকেট। দীর্ঘদিন থাকার কারণে তারা নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাছাড়া ইলেকট্রিক টেন্ডারের কোন কাজ কোন ঠিকাদারা করতে পারে না। এই তিনজনই সিন্ডিকেট করে কাজ করে থাকে।

রোমান নামের আরেক ঠিকাদার জানান, দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে থাকার কারণে গণপূর্ত অফিসের ঠিকাদাররা অনেকটা জিম্মি হয়ে পড়েছেন। অচিরে এদের বদলির দাবী জানান এই ঠিকাদার।

গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, যে কর্মকর্তা দীর্ঘ সময় ঘুরে ফিরে একই জায়গায় থাকেন, তার মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে।

এ প্রসঙ্গে গাইবান্ধা গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তা ও স্টাফের সাথে কথা হলে তারা অনিয়মে জড়িয়ে পড়ার সকল অভিযোগ অস্বীকার করেছেন। এবং বদলির ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে বলেও জানান তারা।

সার্বিক বিষয়ে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান জানান, আমি অল্প কিছুদিন হলেও যোগদান করেছি। অফিসের স্টাফদের বিষয়ে তেমন কিছু জানিনা। আপনাদের মাধ্যমে জানলাম তিনজন স্টাফ দীর্ঘদিন ধরে এই অফিসে কর্মরত আছে। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।