রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশী শাহজামাল: শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিল গাইবান্ধা সদর উপজেলার গৃহহীন ও ভূমিহীন আইয়ুব আলী ও তার স্ত্রী তাসলিমা, শাহজামাল, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নাসিমা সহ ১শ ৩জন অসহায় দরিদ্র পরিবারের জীবন।

মানুষের বাসা অথবা সন্তানের বাসায় দ্বারস্থ্য থাকতেন তারা। এখন প্রধানমন্ত্রীর বাড়ি স্থায়ী ঠিকানা হিসেবে উপহার পাওয়ায় বদলে গেল তাদের জীবনযাপন।

নিজের একটি পাকা পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর উপহার কৃত স্থায়ী ঘর পেয়ে।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সমগ্র দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ সেমিপাকা ঘর দেওয়ার কর্মসুচী গ্রহন করেন। এই কর্মসুচির আওতায় চতুর্থ পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম এর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গাইবান্ধা সহ সারাদেশে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সুবিধাভোগীদের মধ্যে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারী ও অন্যান্য কাগজ হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।

সভাপতিত্ব করেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম।

সঞ্চালনা করেন- সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার ফারুক হোসেন, সহকারী কমিশনার ভূমি রেজাউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন সহ অনেকে।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদ এর প্রেস ইমাম তাজুল ইসলাম।

শেষে গাইবান্ধা সদর উপজেলার ১শ ৩ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের স্বামী ও স্ত্রীকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারী, ঘরের চাবি ও অন্যান্য কাগজ হস্তান্তর করা হয়।

“ভুমিহীন ও গৃহহীন স্বত্তরউর্ধ্ব বয়সী শাহজামাল ও তার অন্ধ স্ত্রী শাহজামাল” পত্রিকার প্রতিবেদককে বলেন- হামরা মৌজা মালিবাড়ীতে বেটির বাসায় থাকতাম। হামাদের কোনো ভিটেমাটি নাই। এখন প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘর পেয়ে হামরা এখন খুশী। ঘর পেয়ে খুব ভালা লাগছে। হামরা এ জন্য প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছোম।

“গাইবান্ধার ত্রিমোহনীর হরিনসিংহা ঝাল মুড়ি বিক্রেরা আইয়ুব আলী ও তার স্ত্রী তাসলিমা” বলেন- হামার ঘরের কোনো পৈত্রিক ভিটা নাই। ছোট দুই ছেলে, এক মেয়েকে নিয়ে মানুষের বাসায় কষ্টে দিনযাপন করতাম। এখন প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘর পেয়ে খুব ভালা লাগছে। এ জন্য হামি প্রধানমন্ত্রীকে দোয়া করব

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।