সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইলে ৩ জুলাই বুধবার সকাল ৯টার দিকে পারিবারিক ঋণে হতাশা গ্রস্ত হয়ে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত শিক্ষার্থী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন
ভাদুন মাইজগাও গ্রামের সুনীল রোজারিওর মেয়ে
পৃথিবী রোজারিও (২২)।
পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিওর নিজ বাড়িতে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে।
নিহতপর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে। মেয়েকে কোন খরচ দিতে পারি না। মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিল। মেয়ে আমার হতাশার জন্যই আত্মহত্যা করেছে।
পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে।