মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আফসানা নামের এক গৃহবধূ। গতকাল রাতে গাজীপুর শহরের এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে মা হন তিনি। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।
কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধায়নে ছিলেন আফসানা। আমরা জানতে পারি তিনি তিনটি সন্তান কনসেপ্ট করেছেন। তিনটি সন্তানের জন্ম হবে এজন্য ঝুঁকির কথা চিন্তা করে ওই গৃহবধূকে সিজার করা হয়। সন্তান ও মা সকলেই সুস্থ আছেন।
গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম। কিন্তু, পরিবারের অনুরোধ ও নবজাতকদের ঝুঁকির কথা চিন্তা করে আফসানাকে সিজার করা হয়। তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। শিশুদের প্রত্যেকের ওজন দুই কেজির বেশি। মা ও শিশুরা সুস্থ আছেন।
গৃহবধূ আফসানার স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, এক সঙ্গে তিন সন্তান হয়েছে। এতে আমরা দু:খিত নই, আমরা সবাই আনন্দিত। তিন সন্তান এবং আমার স্ত্রী সুস্থ রয়েছেন এটিই আমাদের কাছে সবচেয়ে বেশি স্বস্তির বিষয়।