মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে গাজীপুর
শ্রীপুরে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভয়াল রাতের নির্মমতা সম্পর্কে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা-র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষন দাস, উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ,উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ফয়সাল খান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: স্বপন মিয়া, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছান প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৫ মার্চের “অপারেশন সার্চ লাইট ও মুক্তিযুদ্ধ” নিয়ে ছড়াপাঠ, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।