মোঃমোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় এক মাছ ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনা একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিক আপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এঘটনায় মামুন নামের আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন। তার বাড়ি বরিশাল বলে জানা গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার সময় জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় পিকআপটি ( ঢাকা মেট্রো ন ২৩-১১১৬) সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা দুজনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বলেন, রোববার ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা গাড়ির সাথে সংঘর্ষে পিকআপে থাকা দুজনের মৃত্যু হয়েছে। লাশ হাইওয়ে থানায় আছে। তাদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশি হেফাজতে আছে।