মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর কালিয়াকৈরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর , ২৫মার্চ গণহ্যা এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়ে়ছে।
সোমবার উপজেলা প্রশাসসের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব সভা কক্ষে এ সভার আয়োরজন করা হয়।
প্রস্তুতি সভার সভাপতি বলেন সরকারি নির্দেশনা ও নীতিমালা মেনে দিবসটি উদযাপন করা হবে। তারপরও অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের সাথে নিয়ে আসার জন্য তিনি মুক্তিযোদ্ধাদের আহবান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সাব্বির রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন ২৬ শে মার্চ উপলক্ষে চিত্রাংকন আলোচনা সভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি পালন করা হবে। সকাল সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পনের মাধ্যমে দিবসটি পালন শুরু হবে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।