মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুবকর, সাংবাদিক আব্দুর রহমান আরমান, লোকমান হোসেন পনির প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।