মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে পানির পাম্প বিকল থাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ১৫ দিন নগরীর ৪৮নং ওয়ার্ড এলাকার পাম্পগুলো বিকল থাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দিয়েও সমাধান না পেয়ে মানববন্ধন করেছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। পানির সংকট নিরসনে নতুন পাম্প স্থাপনের দাবি জানানো হয়।
গাসিক ৪৮নং ওয়ার্ডের বাসিন্দা কসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আসাদুল কবির, জাকির হোসেন খোকন, মোতালিব হোসেন, সজল সরকার প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী অঞ্চল) সোহেল রানা বলেন, পানির লেয়ার নিচে নেমে গেছে। পুরাতন পাম্পগুলো থেকে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। এলাকাবাসী পানির বিষয়ে অবগত করেছে। সমস্যাটি নিয়ে পানি শাখার নির্বাহী প্রকৌশলী ভালো বলতে পারবেন। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।