সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা উত্তরা পশ্চিম থানা পুলিশ। ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান, মামুন মণ্ডলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে। তিনি জানান, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগের একটি মামলা রয়েছে। তাকে ঐ মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে, হত্যা মামলার আসামী গাজীপুর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রুপায়ন সিটির একটি আবাসিক ভবনে আত্মগোপন করে আছে। পরে বিকালে সেখানে অভিয়ান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন তার নামে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ৩৫ টি মামলা রয়েছে। এদিকে, গাজীপুর মহানগর পুলিশের একাধিক সূত্র জানায়, মামুন মন্ডলের নামে গাজীপুরেও যে সব মামলা রয়েছে, সে সব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ জন্য আইনী প্রক্রিয়া শুরু করা হয়েছে।