বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

গাজীপুর সদর সামান্তপুরে সাংবাদিকের বাসায় চুরি

সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পঠিত

 

সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের সদরের ২৯নং ওয়ার্ডের সামান্তপুরে ১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা এক সাংবাদিকের বাসায় চুরি ঘটনা ঘটে।

এ ব্যাপারে ১৫ এপ্রিল সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা সাংবাদিক মোঃ ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাসায় চুরি করে। তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পার্শ্বের দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান।চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।