মোঃ মিজানুর রহমান চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর এস এস সি ৯৩ গ্রুপের পক্ষ থেকে বার্ষিক
“এসো মিলি বন্ধুরা মৌসুমি ফলের আড্ডাতে” বন্ধুদের ডাকে সাড়া দিয়ে প্রায় ৩ শত বন্ধু উপস্থিত ছিলেন, স্থান বাংলাদেশ রোভার পল্লী স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুর পুর মির্জাপুর গাজীপুর, ০৩/ ০৬ / ২০২২,
বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা থাকবে সারা জীবন বলে সবাই ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ওলি আহমেদ, রুকন উদ্দিন , নুর আলম , তাহাজ্জুল সিকদার , নাজমুল আলম , সাকু মুছুল্লী , ইসমাইল হোসেন , মাজহারুল মামুন , বাবুল হোসেন , রফিকুল ইসলাম রতন সহ আরো অনেকে ।
সারাদিন ব্যাপি উৎসব দুপুরের খাবার সহ ফ্রি টোকেনে এক বিশাল মিলন মেলার আয়োজন করেছে গাজীপুর ৯৩ বন্ধুরা । দাওয়াতি সকল ৯৩ বন্ধুরা গাজীপুর ৯৩ আয়োজক বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা দিয়েছে , গাজীপুর ৯৩ বন্ধুরা বিনা রেজিষ্ট্রেশনে ৩ শত ৯৩ বন্ধুকে মৌসুমি ফলের আড্ডাতে উপস্থিত করে এক বিরাট দৃষ্টি আকর্ষণ করেছে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
গাজীপুর ৯৩ বন্ধুরা এ আনন্দ দিতে পেরে তারাও খুবই আনন্দিত ও গর্বিত এবং সামনে আর বড় অনুষ্ঠান করবে বলে জানিয়েছে এডমিন ও সাংগঠনিক সদস্যরা।