নিজস্ব প্রতিনিধিঃ
রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার (২৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানা মোল্লাকে একই এলাকার বদু সরদার ও তার সহযোগী ১৫/১৬ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দু’বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।
রবিবার বিকালে রানা মোল্লা ও তার ৩ বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। খবর পেয়ে বদু সরদার ও তার সহযোগীরা ১৫/১৬ মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।