এম, টি, রহমান মাহমুদ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পন করলো। গোপালগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এসময় বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মুন্সি মোঃ আতিয়ার রহমান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদ আলম লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন, জেলা তথ্য অফিসার মো: মুঈনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও যমুনা টেলিভিশনের স্টার্ফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, কবি ও সাহিত্যিক রবিন্দ্রনাথ অধিকারী, টিভি জার্নালিস্ট এ্যসোসিয়েশন এর সাধারন সম্পাদক প্রসূন মন্ডল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি একরামুল কবির মুক্ত, সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত শেরআলী, মানবজমিন এর প্রতিনিধি মুন্সি সাদেকুর রহমান শাহীন, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, চ্যানেল এস এর কাজী মাহমুদ, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শেখ জাবেরুল ইসলাম বাঁধন, নিউজ ২৪ এর সামিউল আলিম আশিক, বাংলাদেশ প্রেসক্লাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, আমরা সবাই পরের তরে (আসপ) এর সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আল-ইমরান সুমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।