আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলে চার্জ করা অবস্থায় একটি মোবাইল ফোনে আগুন লেগে ১৩বছর বয়সী একটি সৌদি মেয়ে অগ্নিদগ্ধ হয়েছে।
জানা যায়,মোবাইলটি চার্জারে সাথে কানেক্ট করে মেয়েটি ফোন ধরে ঘুমিয়ে পড়ে,হঠাৎ বিকট শব্দে মেয়েটির হাতে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয় এবং আগুনে মেয়েটির হাতসহ শরীরের বেশ কিছু জায়গা অগ্নিদগ্ধ হয় এবং অল্পের জন্য একটি বড় ধরণের বিপর্যয় থেকে মেয়েটি রক্ষা পায়।
মেয়েটির বাবা জানায়,ঘটনাটি গতকাল ভোরে ঘটে। মোবাইল ফোনটি চার্জারের সাথে সংযুক্ত রেখে সে ঘুমিয়ে পড়েছিল,হঠাৎ মোবাইলটিতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।মেয়ের চিৎকারে পরিবারের লোকজন জেগে ওঠে।তার হাতে মোবাইল ফোন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা।
পরবর্তীতে দ্রুত মেয়েটিকে রাফা সেন্ট্রাল হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।