মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
পলোগ্রাউন্ডের জনসভায় জনসমুদ্র ।। বিএনপির দুই গুন, ভোট চুরি আর মানুষ খুন খুনিরা যেন আর ক্ষমতায় আসতে না পারে চট্টগ্রামেও মেট্রোরেল করতে যাচ্ছি, সমীক্ষা শুরু করছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক করছি, সঙ্গে রেললাইনও বে টার্মিনাল ও কালুরঘাটে রেল-কাম রড়ক সেতু করছি।
এক দশক পর গতকাল পলোগ্রাউন্ডের জনসভার জনসমুদ্রে চট্টগ্রামবাসীর আছে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে শুধু একটা ওয়াদা চাই, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জনগণের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেবেন কিনা। আপনারা হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে উচ্চস্বরে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না। ২০১৩ থেকে শুরু করল অগ্নিসন্ত্রাস। লঞ্চ-ট্রেন-রাস্তায় আগুন। গাছ কেটে ফেলছে। চারিদিকে শুধু অগ্নিসন্ত্রাস। যাদের মধ্যে মনুষত্ব আছে তারা কী এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে? তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। ভোট পাবে না বলে বিএনপি নির্বাচনে না গিয়ে সরকার উৎখাত করে ক্ষমতা দখল করতে চায়।
তিনি বলেন, এ বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধাপরাধী, খুনির দল ক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দিব না। কারণ, ওই জামায়াত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল। জাতির পিতার হত্যাকারীদের মদত দানকারীর দল। আমাকেও বারবার হত্যা করার চেষ্টা করেছে। এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে, আর যেন তারা এ দেশে আসতে না পারে।
গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিটে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকাল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ৫০ মিনিটের বক্তব্যে ছিল দেশের উন্নয়ন-অগ্রগতি, চট্টগ্রামের মেগা প্রকল্প, কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, কঙবাজার রেললাইন, চট্টগ্রাম-কঙবাজার মহাসড়ককে ৪ লাইনের উন্নীতকরণ, চট্টগ্রাম-ঢাকার ৪ লাইনকে ৬ লাইনে উন্নীতকরণ, চট্টগ্রাম মহানগরীতে মেট্রোরেলের সমীক্ষা, কালুরঘাটে রেল-কাম সড়ক সেতু নির্মাণ এবং বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কথা।