এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে কেক কেটে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোয়ালখালী উপজেলা কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষক লীগ সভাপতি শফিকুল আলম শফিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ সম্পাদক সাইফুল আলম, জাহেদুল আলম দুলাল, আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. ইউছুপ, মো. নাছের, মো. সেকান্দর, মো. সেলিম, রাশেদুল আলম বাঁশি, মো. বাদশা, মো.হারুন ও মো. বাবুল।