এম মনির চৌধুরী রানা, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বুধবার (১২ জুন) সকাল ১০টা ২০ মিনিটে সিটি গেইট এলাকায় মুস্তাফা হাকিম ডিগ্রি কলেজের পাশে একটি গোডাউনে আগুন লাগে। জানা গেছে, গার্টেক্স গার্মেন্টস লিমিটেডের গুদামে আগুন লাগে। প্রতিষ্ঠানটির মালিক কোরিয়ান। ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার শ্রমিকরা ও আগুন নেভানোর চেষ্টা করছেন। এ খবর লেখা পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ করতে একটু সময় লাগবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।