বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় সাব্বির উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে। সাব্বির উদ্দীন রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার মোহাম্মদপুর গ্রামের এলাকার তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। তার মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা জানায়, আমাদের একজন সহপাঠী সড়ক পার হতে গেলে ঘাতক বাস তাকে মেরে দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাব। কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি আটক হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।

এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষাথীরা দুপুর আড়াইটা পর্যন্ত সড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখে। তবে অন্যান্য পরিবহণগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের সামনে কোন জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের যাতে তৈরি করা হয় সে ব্যবস্থা করতে হবে। একই সাথে শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজেরও দাবি জানায়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।