এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে বেইলি সেতু ভেঙে বালুবাহী একটি পিকআপ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে চন্দনাইশ-আনোয়ারা সীমান্তে চাঁদখালী নদীর ওপর পরিত্যক্ত সেতুটি (পুরাতন বরকল সেতু) বালিবাহী গাড়ি নিয়ে ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, পিকআপটি সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় পরিত্যক্ত সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে একজনের অবস্থা আশঙ্কাজনক। নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ হওয়ায় লোহার এই পরিত্যক্ত সেতু খুলে নেওয়ার কথা ছিল।
তবে সেটি এখনো খুলে নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। সেতুটিতে ঝুঁকি নিয়ে অনেক পণ্যবাহী ট্রাক চলাচল করতো। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, সেতুটি দিয়ে গাড়ি চলাচল করার কথা না। তারপরও সেতুতে একটি মালবাহী পিকআপ কেন উঠেছে আমরা তদন্ত করে দেখছি।