এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে চারজন কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল আলমের ছেলে মো. শওকত হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের মৃত ঝুনুরাম দের ছেলে বিধান দে (৫২), একই এলাকার মৃত নেপাল দের ছেলে অমল দে (৪৮) ও মৃত অনিল চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় থেকে নামার সময় পেছন থেকে হঠাৎ বন্য হাতি আক্রমণ করে বসে কৃষকদের উপর। এর মধ্য থেকে একজন পালিয়ে স্থানীয়দের খবর দিলে তারা গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল রেফার করা হয়েছে বলে জানান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত হোসাইন।