বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক ভুয়া ক্যাপ্টেন আটক  আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি  সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়  চিতলমারীতে হেনা আক্তার নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার  তাহিরপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে কলাগাঁও বাজারে আনন্দ মিছিল গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ: আহত ৩, আটক ২ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হওয়ায়’আনিসুল হক কে অভিনন্দন জানিয়েছেন মো.মিয়া হোসেন বোয়ালখালী শ্বশুরবাড়িতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃ-ত্যু  সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

চট্টগ্রামে ১ মাসে ৩৭১১ মামলা, গাড়ি আটক ৪৪৩৬টি, জরিমানা আদায় সোয়া কোটি টাকা বেশি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রামঃ 

চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র পার্কিং, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল ও যাত্রী ওঠানামাসহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজটের নিরসন ঘটিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সড়ক আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। গত অক্টোবর মাসে নগরের বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৭১১টি মামলা করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত ১ কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়েছে ৪ হাজার ৪৩৬টি। সিএমপি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে নগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে। এতে ১ হাজার ৩২৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা এবং গাড়ি আটক করা হয়েছে এক হাজার ৭৯৭টি। জরিমানা বেশি হয়েছে ট্রাফিক উত্তর বিভাগে। এতে জরিমানা করা হয়েছে ৪৮ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া এক হাজার ২৬৩টি মামলা এবং এক হাজার ৩৪৫টি গাড়ি আটক করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগে ৬২৯টি মামলা, ৮৭৫টি গাড়ি আটক এবং ২৭ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ট্রাফিক বন্দর বিভাগে ৪৯০টি মামলা, ৪১৯টি গাড়ি আটক এবং ১৫ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, নগরের সড়কগুলোতে অসংখ্য অবৈধ গাড়ি চলাচল করে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, শৃঙ্খলা ভঙ্গ করার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ফিটনেস না থাকা এবং রুট পারমিট না থাকাসহ সড়ক পরিবহন আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই অনুযায়ী আর্থিক জরিমানা ও গাড়ি আটক করা হয়। তবে অভিযান অব্যাহত থাকার পরও নগরে যানজট কমছে না বলে জানান সংশ্লিষ্টরা। কয়েকজন ভুক্তভোগী জানান, রুট পারমিট ছাড়া নগরে গাড়ি প্রবেশ করলে বা লাইসেন্স না থাকলে ৭৫০ টাকা জরিমানা দিতে হয়। এর জন্য পুলিশ একটি লিখিত রশিদ দেয়। কিন্তু এর বাইরে আরো ২০৭৫ টাকা ক্ষেত্র বিশেষে জরিমানা নেয়, কিন্তু সেটার জন্য কোনো রশিদ দেয় না। যানজটে অতিষ্ঠ নগরবাসী : সোমবার নগরীর কোতোয়ালি থেকে কালুরঘাট কমর্স্থল ছেড়ে যাচ্ছিলেন মোহাম্মদ খোরশেদ ১নং লোকাল বাসে উঠেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে তিনি গাড়িতে উঠেন। গন্তব্যে পৌঁছতে সময় লাগে ১ ঘণ্টা ২০ মিনিট মিনিট। স্বাভাবিকভাবে এই পথে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। জানা গেছে, নগরীতে সড়ক দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যানজটে আটকা পড়ে প্রতিদিন নষ্ট হচ্ছে মূল্যমান সময়। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। জানা যায়, বিআরটিএর অনুমোদিত গাড়ির পাশাপাশি মহানগরীর সড়ক সমূহে অবাধে চলছে অনুমোদনহীন মোটরসাইকেল, টেম্পো, সিএনজি টেঙি, শত শত লাইসেন্সবিহীন রিকশাসহ অন্যান্য গাড়ি। অবৈধ এসব গাড়ি সংশ্লিষ্ট প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে চালায় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খোঁড়াখুঁড়ি এবং নগরীর বিভিন্ন সড়ক দখল করে ইট, বালি, নির্মাণসামগ্রী রাখায় যানজটে ভোগান্তি বেড়েছে। সংশ্লিষ্টরা জানান পুলিশ পুরোদমে কাজ শুরু করলেও সড়কে স্বস্তি মিলছে না। যানজট কমছে না। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি–গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, লাইসেন্সবিহীন, রুট পারমিট না থাকা, ফিটনেসবিহীন গাড়িসহ সড়ক আইন অমান্য করার কারণে অক্টোবর মাসে ৩ হাজার ৭১১টি মামলা, এ সংক্রান্ত এক কোটি ২৬ লাখ ১০ হাজার ২৫০ টাকা জরিমানা এবং অবৈধ, ফিটনেসবিহীন ৪ হাজার ৪৩৬টি গাড়ি আটক করা হয়েছে। বেশি আটক করা হয়েছে রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি। এর মধ্যে গ্রাম সিএনজি এবং ব্যাটারি রিকশা আটকের সংখ্যা বেশি। অভিযানেও ব্যাটারি রিকশার সংখ্যা কমছে না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রধান সড়কগুলোতে বেশি তদারকি করি। প্রধান সড়কে থাকে না। হয়ত ছোট রাস্তাগুলোতে চালায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।