এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে নগরীর চকবাজার থানাধীন জিইসির মোড় এলাকার ‘দ্য পেনিনসুলা চিটাগং’ নামে আবাসিক হোটেলের ৯০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৫৮ বছর বয়সী নিহত পোল্যান্ডের নাগরিকের হোটেল রেজিস্ট্রারে নাম লেখা আছে- ZDZISLAW MICHAL CZERYBA। তিনি ঢাকার ‘বিগ এস্টার’ নামে বায়ার হাউসে কর্মরত। গত ২৪ ফেব্রুয়ারি শনিবার সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টের পণ্যের মান নিরীক্ষণ করতে চট্টগ্রামে এসেছিলেন এই ব্যক্তি।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, হোটেল কর্মকর্তাদের ফোন পেয়ে ৯০৫ নম্বর কক্ষ থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একজন কোয়ালিটি কন্ট্রোলার। তিনি পোল্যান্ডের নাগরিক। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।