মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল্লাহ হারুনের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রদত্ত এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা আবদুল্লাহ হারুন ইন্তিকালের আগ পর্যন্ত প্রায় ২৩ বছর যাবত হাটহাজারী মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা সাঈদ আহমদ (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে পালন করে এসেছেন। তার দায়িত্বকালে চারিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি হয়েছে এবং মাদ্রাসা প্রশাসন ও শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় ছিল। তিনি প্রচার বিমুখ থেকে সাদাসিধে ও তাকওয়াপূর্ণ জীবন যাপন করতেন। সবার সাথে উত্তম আচরণ করতেন এবং সবসময় মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি নিয়ে ফিকিরে থাকতেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীনের খেদমত করে গেছেন। তার দরসের মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়ে দেশে-বিদেশে দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের এই দ্বীনি খিদমাতকে কবুল করুন। আমিন।
স্মৃতিচারণ করে আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, মরহুম মাওলানা আবদুল্লাহ হারুনের সাথে আমার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল এবং বেশ কয়েক বছর তাঁর সাথে দ্বীনি কাজে যুক্ত ছিলাম। চারিয়া মাদ্রাসার যে কোন সিদ্ধান্তমূলক কাজে তিনি গুরুত্ব দিয়ে আমার সাথে পরামর্শ করতেন। গত প্রায় তিন মাস আগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুমকে দেখতে গেলে তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমার শারীরিক যে অসুস্থতা, জানি না আল্লাহ তাআলা আমাকে কতোদিন দুনিয়াতে রাখবেন। চারিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসার যে কোন প্রয়োজনে পাশে থাকবেন”। আল্লাহর ইচ্ছায় আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুনানে বাইহাকীতে বর্ণিত হাদীসে আল্লাহর নবী (সা.) ইরশাদ করেছেন, ‘ আলেমের মৃত্যু এমন মুসীবত- যার প্রতিকার নেই। এমন ক্ষতি- যা পূরণ হয় না। এরা এমন তারকা- যার মৃত্যুতে পৃথিবী আলোহীন হয়ে যায়। একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য”।
শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন মরহুম মাওলানা আবদুল্লাহ হারুনকে মাগফিরাত দান করে আপন রহমতের ছায়াতলে আবৃত করে নেন এবং পরকালে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। পাশাপাশি চারিয়া মাদ্রাসার শোকাহত শিক্ষক-ছাত্রসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মেহেরবান আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম ধৈর্যধারণের তাওফীক দান করুন। আমীন।
উল্লেখ্য, মাওলানা আবদুল্লাহ হারুন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯:৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় চারিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।