মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম
চারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ হারুন ইন্তেকাল করিয়াছেন। (( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন))
১২ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ঃ৫৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলার ডাকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই দিন সন্ধা ৭ঘটিকায় তার বড় ছেলে এর ইমামতিতে হাজারো আলেম ওলামা ও তলবা এবং আমজনতাদের উপস্থিতি তে নামাযে জানাজা সম্পন্ন হয় পরে তাকে মাদ্রাসার কবর স্থানে দাফন করা হয়। মরহুম মাওলানা আবদুল্লাহ হারুন ইন্তিকালের আগ পর্যন্ত প্রায় ২৩ বছর যাবত হাটহাজারী মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা সাঈদ আহমদ (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া কাসেমুল উলূম চারিয়া মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে পালন করে এসেছেন।
তার দায়িত্বকালে চারিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি হয়েছে এবং মাদ্রাসা প্রশাসন ও শিক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় ছিল। তিনি প্রচার বিমুখ থেকে সাদাসিধে ও তাকওয়াপূর্ণ জীবন যাপন করতেন। সবার সাথে উত্তম আচরণ করতেন এবং সবসময় মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি নিয়ে ফিকিরে থাকতেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীনের খেদমত করে গেছেন। তার দরসের মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়ে দেশে-বিদেশে দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের এই দ্বীনি খিদমাতকে কবুল করুন। তার মৃত্যুতে গোটা আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে, আল্লাহ তায়ালা হুজুর কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।