রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

চট্টগ্রাম বোয়ালখালী প্রেস ক্লাবের ফ্যামিলি ট্যুর ২০২৪

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পঠিত

 

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

স্মৃতিপটে জেগে থাকুক সমুদ্রের টানে ছুটে চলা কক্সবাজারের আয়োজনটুকু প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। যেখানে পাহাড়, সাগর ও প্রকৃতির রয়েছে এক অপরূপ মিতালী। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা। রয়েছে সাগরের সামনে বিশাল বালিয়াড়ি। এ বালিয়াড়িতে খেলা করে সুশৃঙ্খল প্রাণী লাল কাঁকড়া। দল বেঁধে ছোটাছুটি করে এদিক-ওদিক। সৈকত বঙ্গোপসাগরের মনকাড়া অপরূপ এসব দৃশ্যাবলী দেখতে কার না মনকাড়ে।

তাইতো প্রতিবছর, প্রতিক্ষণ, প্রতিটা সময় এখানে ছুটে আসেন দেশ- বিদেশের হাজারো ভ্রমণ বিলাসী। কলম যোদ্ধাদের সংগঠন ” বোযালখালী প্রেসক্লাব ” প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করে বার্ষিক ফ্যামিলি ট্যুর’২০২৪, গন্তব্য ছিল সমুদ্র সৈকত কক্সবাজার। ক্লাবের সভাপতি- সম্পদক যথাক্রমে মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের নেতৃত্বে গত ২৯ ফেব্রুয়ারি ও ১ লা মার্চ দুই দিন ব্যাপী এ আয়োজনে সদস্য ভুক্ত পরিবারের প্রায় শতাধিক অংশগ্রহণকারী নিয়ে দু’টি ডাউস আকৃতির বাস কক্সবাজার, হিমছড়ি,ইনানীর বিভিন্ন পর্যটন স্হান উপভোগ করা হয়। সবচাইতে উপভোগ্য হয়েছে আয়োজনের অংশ বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ও র্্যাফেল ড্র’র অনুষ্ঠানটি।

বৃহস্প্রতিবার সন্ধ্যায় হোটেল বে-কুইনের হলরুমে সম্পদক মোঃ ইয়াছিন চৌধুরীর সাবলীল উপস্হাপনা ও সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এতে বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, ক্লাবের সাবেক সভাপতি মনজুর মাস্টার, চট্টগ্রাম জজ কোর্টের এ পি পি এডভোকেট সেলিম চৌধুরী, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর হাজী নাছের আলী, সাবেক কাউন্সিলর মাহম্মুদুল হক, মহিলা কাউন্সিলর জোবাঈদা বেগম, পটিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী শাহনেওয়াজ সানু, অর্থ সম্পদক সৈয়দ নজরুল, এস এম নাইম উদ্দিন, এমরান চৌধুরী, মোঃ সাইফুদ্দীন খালেদ, ডাঃ প্রভাস চক্রবত্তী,জাহিদ হাসান,খোরশেদ আলম, শাহ আলম বাবলু, ও মোঃ খোরশেদ’র দিক নির্দেশনামূলক বক্তব্য সবাইকে উজ্জীবিত করেছে অনেকখানি।

আনন্দ দিয়েছে বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী সহযাত্রী প্রফেসর ডাঃ সায়েমা সেলিম,জোবাঈদা বেগম,ডাঃ প্রভাস,যমুনা গ্রুপের সি. এক্সিকিউটিভ অফিসার ফয়েজ পুলক ,নাইম উদ্দিন, প্রিয়ন্জিত চক্রবত্তী ও বাবলুর শিশু কণ্যার মনকাড়া পরিবেশনাগুলো। পুরো আয়োজনকে কিছুটা ব্যাথিত করেছে সন্তানের এডমিশন টেষ্টের কারনে ডাঃ অধির বড়ুয়ার সম্পূর্ণ ও অফিসের কারণে মোঃ ফারুক ইসলামের সাময়িক অনুপস্থিতির কারনটি। তবে মুগ্ধ করেছে বোয়ালখালীর দু’কৃতি সন্তান যথাক্রমে ব্যবসায়ী জনাব হাজী জানে আলম ও কক্সবাজারের ব্যবসায়ী জনাব মোঃ আজিজুল হক প্রকাশ আজিজ ভাইয়ের স্বশরীরে সার্বক্ষণিক তদারকির বিষয়টি। সবাইকে মুগ্ধ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতা বোয়ালখালীর কৃতি সন্তান মোঃ খোরশেদ আলম খোকন’র আয়োজনটি।

সামান্য ত্রুটিবিচ্যুতি বাদ দিয়ে সব মিলিয়ে বলতে হয় একটি সুন্দর ও সফল ফ্যামিলি ট্যুর সম্পন্ন করেছে বোয়ালখালী প্রেস ক্লাব। যেটি সবার স্মৃতিপটে যেগে থাকবে অনেকদিন ধরে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।