মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টারঃ
হাটহাজারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. সাঈদ(২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
আজ বুধবার(২৪ আগস্ট) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেয়াবাদ সাকিনের আবদুল কাদের দপ্তরির বাড়ির ডাকাত সাদ্দাম হোসেনের ঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃতকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সোহেল আহমেদ জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২নং চিকনদণ্ডী ইউপির ২নং ওয়ার্ডস্থ ফতেয়াবাদ সাকিনের আব্দুল কাদের দপ্তরির বাড়ির ডাকাত সাদ্দাম হোসেনের বসতঘর হতে একটি চাইনিজ কুড়াল, একটি টিপ ছুরি, একটি এ্যালুমনিয়াম পাইপের হাতলযুক্ত লাঠি ইত্যাদি সহ আসামি মো. সাঈদকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেন।