সোলাইমান চট্টগ্রাম,জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্না মান্নার সঞ্চালনায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার নুরুল আলম, সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক শ্যামল নাথ প্রমূখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।