মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ চট্টগ্রাম হাটহাজারীর প্রসিদ্ধ আয়ুস শালকর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
প্রসিদ্ধ আয়ুস শালকর ব্যবস্থাপনা পরিচালক সুজিত দাশ বলেন আমি দেশ-বিদেশে শালকর কাজে অভিজ্ঞতা রয়েছে। তিনি আরো বলেন
হাটহাজারী পৌরর্সভা কামাল পাড়া রামকুনী রোড ১০ তলা বিল্ডিং সংলগ্ন
আমার দোকান রয়েছে। দোকান নয়
ক্রেতাদের সন্তুষ্টির জন্য আমি দোকান দিয়েছি। এখানে শার্ট প্যান্ট, পাঞ্জাবি লুঙ্গি শাড়ি বেডশিট, কোট কম্বল ও গেঞ্জি যত্ন সহকারে আইরণ ও ওয়াশ
করা হয়।প্রোঃ সুজিত দাশ।