বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ নতুন বছরে উৎস সোস্যাল অরগানাইজেশানের শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে ডাম্পার চালিয়ে রাস্তা ক্ষতি সাধন করা যাবেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ফের বৃষ্টির আভাস বোয়ালখালীতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৩১ টি মোবাইল ফোন উদ্ধার নগরঘাটা ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩ জয়দেবপুর বাজারের মাছ বাজার মার্কেটের উদ্বোধন সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন নোমান আল মাহমুদ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

আজ শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন দেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন নোমান আল মাহমুদসহ ২৭ জন নেতাকর্মী।

গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি মাঈনুদ্দিন খান বাদল নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। মাত্র ১ বছরের মাথায় ২০১৯ সালের ১৬ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

৩ বছরের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আবারো এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।