চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটকরা হলেন, দ্বীন ইসলাম (২৪), মো. ইসমাইল শেখ (২৮), মো. সুজন শেখ (২২), মো. মকবুল হোসেন (২৭), ইব্রাহিম শেখ (৩২), সোবহান শেখ (১৯), মো. নাসির মিয়া (২৮), মো. কালু খাঁ (২৩) ও সোহাগ ঢালীকে (১৯) গ্রেফতার করা হয়।এসময় তাদের হেফাজত থাকা দুই হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিন চালিত কাঠের তৈরি জেলে নৌকা, ১০৪ কেজি জাটকা জব্দ করা হয়।চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামরুজ্জামান জানান, জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। তিনটি ইঞ্জিনচালিত নৌকা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।