মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানাতে নারী পক্ষের আয়োজনে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ হলরুমে রীরঙ্গনাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী “আর কতবার বলবো” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্যচিত্র’র মাধ্যমে ১৯৭১ সালে দেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নারীদেরও যে অবদান রয়েছে তা সঠিক ভাবে তুলে ধরে নারীরাও যেনো মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পায় সেদিক লক্ষ রেখে নারী পক্ষ দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের দাবী ১৯৭১ সালে দেশ স্বাধীনতা যুদ্ধে নারীদের ব্যাপক অবদান রয়েছে। যেমন: এ দেশের অনেক নারী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আত্মত্যাগ করেছে তাই নারীদের মুক্তিযোদ্ধা সমমান মর্যাদা দেওয়ার জন্য দাবী জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, নারী পক্ষের নির্বাহী সদস্য শিরিন হক, অধ্যাপক রাশিদা হোসেন, নারী পক্ষের সদস্য নূরে মাকসুরাত, রেহেনা সামদানী, নাজনিন সুলতানা, মাহমুদা বেগম গিনী, খোদেজা খাতুন, শামীম আরা, সুফিয়া বেগম, রেহেনা খাতুন ও শাম্মী আক্তার।
অনুষ্ঠানে বীরঙ্গনা নারীদের মুক্তিযোদ্ধা সমমান মর্যাদা দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নন্দনগাছী কলেজের অধ্যাপক ড: কামরুজ্জামান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, পদ্মা বড়াল থিয়েটারের সাধারণ সম্পাদক সাজেদুল করিম ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সবুর।
নারী পক্ষের সদস্য খোদেজা খাতুন জানান, চারঘাট উপজেলার ১৪ জন বীরঙ্গনার নাম সরকারি ভাবে তালিকা ভুক্ত হয়েছে বলে তিনি জানান।