মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,রাউজান চট্টগ্রামঃ-
চট্টগ্রামের কওমি মাদরাসা নিয়ে গঠিত, জমিয়তুল ওলামা ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর অধীনে ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ইং শিক্ষাবর্ষের জামাতে নাহুম ও হিফজ বিভাগের মার্কাজী পরীক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা ২ ঘটিকা হতে রাউজান ডাবুয়া কান্দিপাড়া আরবীয় ফয়জুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়
এই সময়
আরবীয়া ফয়জুল উলুম কান্দিপাড়া মাদরাসার মা প্রতিষ্ঠাতা ও জমিয়ত বোর্ডের সহ সভাপতি জনাব আলহাজ্ব হাফেজ ফজলুল হক সাহেবের
এর সভাপতিত্বে অনুষ্ঠিত জমিয়ত শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব ও তথ্য প্রচার সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদীর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন জমিয়ত শিক্ষা বোর্ডের অর্থ সচিব মাওলানা ক্বারী শহীদুল্লাহ,
শিক্ষা বোর্ডের ভুমিকার উপর বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী,
মার্কজী পরীক্ষা বিষয় বক্তব্য রাখেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শফি উল আলম সাহেব, প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়ের শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব, বিশেষ অতিথির বক্তব্য ও সমাপনী মোনাজাত করেন জমিয়তের সিনিয়র সহ সভাপতি রাউজান সায়্যিদুস শুহাদা (রাঃ) মাদরাসার মুহতামিম জনাব মাওলানা ইউছুপ( হাজী সাহেব হুজুর) উপস্থিত ছিলেন
জমিয়তের সহ সভাপতি ও সওদাগর পাড়া
মাদরাসার মুহতামিম জনাব মাওলানা আব্দুল গফুর,রাবার বাগান মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ, মোহরা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আমান উল্লাহ, কদুর খীল মাদরাসার নাজেম মাওলানা এহছানুল করিম,বদুপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুচ্ছমি, সচিব মাওলানা কলিমুল্লাহ,জমিয়তের সভাপতির ছাহেবজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন সিহাব,
জমিয়তুল ওলামা ডাবুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল্লাহ, সুলতান নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াছিন, বদুপাড়া মাদরাসার নাজেম মাওলানা মুফতী মাহমুদুল করিম, হাফেজ শোয়েব দক্ষিণ গহিরা, এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীগণ প্রমূখ,
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৭ জন মেধাবী ছাত্রকে নগদ অর্থ পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়।পরে দোয়া ও মোনাজাতে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়