সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান তাঁর
সঙ্গীয় ফোর্স সহ পূবাইল থানাধীন বিন্দান এলাকা হতে ২জুলাই বাত্রীকালীন ডিউটি করা কালে সি আর নং-৪০/২০২৪ ওয়ারেন্টভুক্ত ১জন আসামী গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন বিন্দান এলাকার জানর উদ্দীন এর ছেলে মোঃ সৈকত মোল্লা (১৯)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, সি আর নং-৪০/২০২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সৈকত মোল্লা (১৯) কে পূবাইল থানাধীন বিন্দান এলাকা হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।