সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কামারগাঁও এলাকায় ১৯ এপ্রিল ২০২৪ তারিখে এসআই (নিরস্ত্র) মোঃ শরিফুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মামা – ভাগ্নে নামক হোটেল এর সামনে থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ একজন আসামিকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ভাতখাওয়ার চর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ গোলাপ (২৪)। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা মরকুন এলাকার (জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, আসামি মোঃ গোলাপ (২৪) ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার পূর্বক থানায় হাজির করা হয় এবং ধৃত আসামী ও বর্ণিত ঘটনার সহিত জড়িত অন্য পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়।