সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর
পূবাইল থানায় কর্মরত এসআই(নিঃ) রফিকুল ইসলাম, এএসআই(নিঃ) সামাদ শেখ, এএসআই(নিঃ) সুমন মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ পূবাইল থানা এলাকায় ৩০ এপ্রিল মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ৩ জন ডাকাতকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী ১।মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষিপুর গ্রামের মৃত মিয়া চান সর্দার এর ছেলে আব্দুল মালেক (৫২),
২। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বছা নতুন বাজার এলাকায় আছর উদ্দিন এর ছেলে শামীম (৩০) এবং ৩। শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামের আতাউরর আলীর ছেলে মোঃ শাওন (৩০).
পূবাইল থানা সূত্রে জানা যায়, ডাকাতদলের ৩ সদস্যকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলি ব্রিজ এর পূর্ব পাশে ফাকা জায়গায় হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।