মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
মসদই সমাজকল্যাণের উদ্যোগের কয়েকটি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে প্রথম কাজ মসদই গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া। ২য় কাজ মসদই গরীব অসহায় মানুষের পাশে থেকে সু চিকিৎসা দেওয়া। অতি শীঘ্রই আসছে ঢাকা বারডেম হাসপাতাল থেকে একঝাঁক চিকিৎসক। যা মসদই সমাজকল্যাণ উদ্যোগে ফ্রি চিকিৎসা প্রদান করা হবে। গরীব ছেলে মেয়েদের লেখা পড়া খরচ বহন করা। ইতিমধ্যেই মসদই জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মমিনুর রহমান খান এর অনুরোধে মসদই জনকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক জনাব গাজী আল মামুনকে একটি কর্ম ব্যবস্থা করে দেয়া হয়েছে। মসদই সমাজকল্যাণ উদ্যোগের আহবায়ক মিজানুর রহমান খান তার কর্ম ব্যবস্থা করেছেন। ধন্যবাদ জানাই জনাব প্রাইড মিজানুর রহমান খান কে।এভাবেই মসদই থেকে একদিন বেকারত্ব সমস্যা কেটে যাবে। এগিয়ে চলছে এগিয়ে যাবে মসদই সমাজকল্যাণ উদ্যোগ। মিজানুর রহমান খান তিনি বলেন
আমরা মসদই সমাজকল্যাণ উদ্যোগ নিয়ে
গ্রামের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুবসমাজ গড়তে চাই।
জীবনের সর্বক্ষেত্রে যুবকদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই।