আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি:
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল শুক্রবার ১৪ অক্টোবর টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ ও সৌদিআরবের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফোন আলাপের কিছু সময় পরেই ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা দেবার ঘোষণা করে সৌদিআরব সরকার ।
দেশটির গণমাধ্যম আরব নিউজের বরাত জানা যায় যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।
ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব সরকার।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে গত মাসে বিভিন্ন দেশ থেকে ১০ জন বন্দিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান। এ প্রক্রিয়ায় ১০জন বিদেশি নাগরিকসহ প্রায় ৩০০জন বন্দি বিনিময় করে দেশ দুটি ।
এর ফলে বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ জন ইউক্রেনীয়কে মুক্তি দেয়, যার মধ্যে পাঁচজন কমান্ডারও ছিলেন। তারা চলতি বছরের শুরুর দিকে বন্দর নগরী মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন।
অপর দিকে রাশিয়া যে ১০ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়, তাদের মধ্যে মরক্কোর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নাগরিকরা ছিলেন।