মোঃ সবুজ খান মির্জােপুর টাংগাইলঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মসদই গ্রামের কৃতি সন্তান মনিরুল ইসলাম কবির
মাননীয় মেয়র মহোদয়ের ব্যক্তিগত সহকারী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।
অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আমি মোঃ মনিরুল ইসলাম কবির যে, আমার নিকট বইয়ের আবেদনের প্রেক্ষিতে আমি মনিরুল ইসলাম কবির – টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানী কান্দাপাড়া গ্রামের জ্ঞানদীপ গণ গ্রন্থাগারকে ফুটবল, ক্যারাম বই ক্রীড়া সামগ্রী চাওয়া হলে আমি নিজের তহবিল থেকে শিশুদের সৃজনশীল মেধাবিকাশের জন্য সহায়ক ভূমিকা পালন করতে চেষ্টা করছি । জ্ঞানদীপ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন আপনার হাত ধরে প্রত্যন্ত গ্রামের শিশু-কিশোর ও ছাত্র/ছাত্রীরা সৃজনশীল মেধায় বিকশিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে অগ্রনী ভূমিকা পালনে অবদান রাখতে পারবে। বইয়ের জন্য অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গ্রন্থাগার ও পাঠকদের জন্য আপনার ভালবাসা ও আন্তরিকতা দেখে জ্ঞানদীপ গণ গ্রন্থাগারের সকল সদস্য মুগ্ধ। জ্ঞানদীপ গণ গ্রন্থাগার স্বশরীরে পরিদর্শনের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি পাঠকদের উজ্জীবিত করবে বলে আশা করছি। উল্লেখ্য, আপনার হতে প্রাপ্ত বই সমূহের জন্য গ্রন্থাগারের নিয়মানুসারে দাতা সদস্য হিসাবে গণ্য হবেন।
মহান আল্লাহ্ তায়ালার নিকট আপনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করছি- আমিন ।
মোহাম্মদ আবুল কাশেম
সাধারণ সম্পাদক জ্ঞানদীপ গণ গ্রন্থাগার নিপুর, টাংগাইল।