উত্তম চক্রবর্তী, মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে ভ্যানে ভ্যানে গিয়ে উপজেলা যুবলীগের সদস্য, তরুন নেতা ও আগামী দিনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক মোঃ শিপন সরদারের নিজস্ব অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়। রোববার বিকেল ৫টায় শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমূখ। শিপন সরদার বলেন, অনেক দুস্থ ও অসহায় মানুষ সাড়া দিন পরিশ্রম করে, তাঁরা ঠিকমত সেহরী ও ইফতারি করতে পারেনা, এর কারনে এই মানুষদের পাশে থেকে সামান্যতম সহযোগীতা করার চেষ্টা করি, আমি সাড়ামাস ধরে এই কার্যক্রম চলামান থাকবে বলে জানান।